ভালুকায় বাড়ির পাশের গর্তে পড়ে শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের ভালুকার কাঁঠালী এলাকায় গর্তে পড়ে জুনায়েদ হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঁঠালী এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত জুনায়েদ ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় শিশুটির মা জেরিন আক্তার ব্যস্ত থাকায় সকলের অগোচরে বাড়ির পাশের গোবরের গর্তে পড়ে যায়। এক পর্যায়ে তার মা ও স্বজনেরা বাড়ির পাশের গর্ত থেকে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মডেল থানা পুলিশ।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিহত শিশুর পরিবার পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।