মহাখালীতে পেট্রোল পাম্পের আগুনে দগ্ধ ৮

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে আগুনের ঘটনায় ৮ কর্মচারী দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিস্ফোরণের ঘটনায় দগ্ধরা হলেন- মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

দগ্ধ মো. মামুন শেখ জানান, তারা সবাই পাম্পের কর্মচারী। রাত আনুমানিক ৮টার দিকে তারা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাসের পাইপ লাইনে বিকট বিস্ফোরণ হয়। তখন সেখানে আশপাশে থাকা তারা সবাই দগ্ধ হন।

বিজ্ঞাপন

বাচ্চু মিয়া বার্তা২৪.কমকে বলেন, মহাখালী আগুনের ঘটনায় দগ্ধ হয়ে আটজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, তিনটি ইউনিট আধা ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিস সদস্যরা জানান, সিএনজি সিলিন্ডার মেইনটেনেন্স করতে গিয়ে এই আগুনের ঘটনা ঘটে। দুর্ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস।