দুর্ঘটনার গাড়ি উদ্ধার করতে গিয়ে মিলল ফেনসিডিল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনার গাড়ি উদ্ধার করতে গিয়ে মিলল ফেনসিডিল। ছবি: বার্তা২৪.কম

দুর্ঘটনার গাড়ি উদ্ধার করতে গিয়ে মিলল ফেনসিডিল। ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি থেকে ৬৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের পাশ থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুরে তালবাড়িয়া পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল শ্যালো ইঞ্জিন চালিত একটি চার চাকার গাড়ি। এ সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় ওই গাড়ি।

রাস্তায় গাড়ি উল্টে পড়ে থাকার কারণে তা উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় উল্টে যাওয়া গাড়ি থেকে প্লাস্টিকের বিশেষ ধরনের ৯টি বস্তা থেকে ৬৭৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এর আগে ওই গাড়িতে থাকা দুইজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন