প্রাণনাশের হুমকি, থানায় জিডি করলেন আলোচিত মুশতাক-তিশা

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাণনাশের হুমকির অভিযোগে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার পর শাহবাগ থানায় গিয়ে নিরাপত্তার বিষয়ে সাধারণ ডায়েরি করেন তারা।

শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মুশতাক-তিশা দম্পত্তি বইমেলার ঘটনা নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

বিজ্ঞাপন

খন্দকার মুশতাক আহমেদ বলেন, আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই বইমেলায় যেতে নিরাপত্তা চাইতেই শাহবাগ থানায় জিডি করেছি।

সাধারণ ডায়েরিতে তিনি বলেন, গত ৯ ফেব্রুয়ারি আনুমানিক সময় ৩টার দিকে শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বই মেলা ২০২৪ উপলক্ষে মিজান পাবলিশার্স প্যাভিলিয়ন নং-৭ এ আমার প্রকাশিত বই ১। তিশা এন্ড মুশতাক, ২। তিশার ভালবাসা বই দুটির প্রকাশনা ও পাঠকদের সাথে মত বিনিময় করার উদ্দেশে বর্ণিত ঘটনাস্থালে আমি আমার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশাসহ উপস্থিত ছিলাম। বইমেলার সার্বিক পরিস্থিতি বই বিক্রয়সহ পাঠকদের উপস্থিতি সুন্দর ও সাবলীল ছিল। আমি ও আমার স্ত্রী প্যাভিলিয়ন নং-০৭ এ উপস্থিত হয়ে ক্রেতা ও ভক্ত বৃন্দের সাথে মতবিনিময়, ছবিতোলা ও অটোগ্রাফ দিচ্ছিলাম। হঠাৎ করে উপস্থিত অজ্ঞাতনামা কিছু লোকজন অসৎ উদ্দেশে এবং আমাকে ও আমার স্ত্রীকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে নানা ধরনের আজেবাজে মন্তব্য করাসহ আমার প্রকাশিত কয়েকটি বই ছিড়ে ফেলে। একপর্যায়ে আমাকে মেলায় পুনারায় প্রবেশ করলে স্ত্রীসহ বড়ধরনে ক্ষয়ক্ষতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে মেলার সার্বিক পরিবেশ রক্ষার্থে আমি স্বেচ্ছায় ঘটনাস্থল ত্যাগ করি। বর্তমানে আমি ও আমার স্ত্রীসহ নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার বিকেলে বইমেলায় বইয়ের প্রচারণা করতে গেলে আগত অনেকের ক্ষোভের মুখে পড়েন এই দম্পতি। এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দিতে মেলা প্রাঙ্গণ থেকে বের করে দেন তারা। পরে আনসার সদস্যদের নিরাপত্তা নিয়ে বইমেলা ত্যাগ করেন খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা।