দুর্গাপুরে মজিবর হত্যার বিচারের দাবিতে স্থানীয়রা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আ.লীগ কর্মী মজিবর রহমান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। 

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন, মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে নিহত মজিবরের স্ত্রী, সন্তান, মা-ভাইসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। তারা প্রত্যেকে হত্যায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান।

এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে সুসং সরকারি মহাবিদ্যালয় ক্যাম্পাসে মজিবর ভাতিজা ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল’র ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে উভয়পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হলে মজিবর নিহত হন। পরে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবরকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত মজিবর কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।