গাজীপুরে ডুয়েট শিক্ষক নিহতের ঘটনায় মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

গাজীপুরে যাত্রীবাহী বাস চাপায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রামকৃষ্ণ সাহা নিহতের ঘটনায় মানববন্ধন ও শোক র‍্যালি করেছেন ডুয়েট শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত গাজীপুর মহানগরীর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-শিমুলতলী সড়ক অবরোধ করে নিহতের বিচার দাবি করে এ মানববন্ধন করেন ডুয়েট শিক্ষক ও শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

শিক্ষকরা বলেন, এ দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত বাধাগ্রস্ত হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাই আমরা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষকবৃন্দ এই ঘটনার সম্পূর্ণ পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি করছি।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার সকালে পাঠাও রাইডে করে গাজীপুরের কর্মস্থল ডুয়েট যাচ্ছিলেন স্থাপত‌্য বিভা‌গের সহকারী অধ্যাপক রাম কৃষ্ণ শাহা। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া গেট এলাকায় বিআরটি ফ্লাইওভারের ওপর পৌঁছালে গাজীপুর থেকে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিক্ষক রামকৃষ্ণ সাহা এবং পাঠাও চালক দিদার আলম দীপুর মর্মান্তিক মৃত্যু হয়।