রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, বিএম কলেজের ছাত্রী আহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড

রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড

বরিশালে নগরীর একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রী আহত হয়েছেন।

শনিবার ( ২৪ ফেব্রুয়ারি) বিকেলে রুপাতলি হাউসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

আহত ছাত্রী হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস বরিশালের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় ৩টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

আগুনে রেস্টুরেন্টের এক পাশের ডেকোরেশন, আসবাবপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানান তিনি।

রেস্তোরাঁর কর্মী মো. সোহেল জানান, প্রতি শনিবার আমাদের রেস্টুরেন্টে বুফে খাবারের আয়োজন করা হয়। আজও সে আয়োজন করা হয়েছিল। খাবার গরম রাখার জন্য পাত্রের নিচে আগুন দিয়ে রাখতে হয়। খাবারের পাত্রে আগুন দেওয়ার কাজ করছিলেন ওই ছাত্রী। তার হাত পুড়ে গেছে।