কোথায় হারালো ১৩ ও ১৫ বছরের মেয়ে দুটি? পাচারের পরিসংখ্যান বাড়ল!



আল-আমিন রাজু, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর হাজারীবাগ থানার বোরহানপুর এলাকার বাসিন্দা মো. ইদ্রিসের মেয়ে সুমনা খাতুন (১৫)। কাগজে কলমে কিশোরী হলেও সুমনা জীবনের পথে এগিয়ে গেছে বহুদূর। প্রাথমিকের গণ্ডি না পেরোতেই শিক্ষা থেকে ঝড়ে পড়ে। এরই মধ্যে ভালোবেসে বিয়ে করে হাজারীবাগ এলাকার লেগুনা চালক শাওনকে।

দুই বছরের সংসারে সুমনার কোলে আসে সন্তান। ৯ মাস বয়সী ছেলেটিকে রেখে হঠাৎই হারিয়ে গেলো মেয়েটি। শিশুটি হলো মা-হারা।

ওদিকে একই এলাকার নাসিমার মেয়ে খাদিজাও একই পথের পথিক। মাত্র ১২ বছর বয়সে ভালোবেসে বিয়ে করে সবুজ নামের এক তরুণকে। বিয়ে বছর না যেতেই স্বামীর সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ায় মায়ের কাছে এসে থাকতো। খাদিজাও হারিয়ে গেছে। মায়ের বাসা থেকে বান্ধবী সুমনাকে নিয়ে বের হয়ে গত ২৩ জানুয়ারি সন্ধ্যায়। সেই থেকে নিখোঁজ সুমনা ও খাদিজা! এরপর আর তাদের সন্ধান পাচ্ছে না পরিবার।

থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশের সহযোগিতা পাচ্ছে না দুটি পরিবার! নানা জায়গায় ধরনা দিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। পরে এই ঘটনায় সুমনার মা নিলু বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা দায়ের করেন। শুরু হয় মামলার ছায়া তদন্ত। তাতে নেমে একটি অপহরণ চক্রের সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র রমনা বিভাগ। তাতে চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার এক চক্রের তথ্য বেড়িয়ে আসে। যারই শিকার সুমনা ও খাদিজা।

পুলিশ এরই মধ্যে গ্রেফতার করেছে পাচার চক্রের অন্যতম হোতা কবির হোসেনকে। সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে খুলনার দৌলতপুর থেকে একইভাবে হারিয়ে যাওয়া সীমা আক্তার ও তার ১০ বছর বয়সী ছেলে নবাব শেখকে। তবে সুমনা ও খাদিজার অবস্থান সম্পর্কে কোনো তথ্য এখনো মেলেনি গোয়েন্দা কর্মকর্তাদের কাছে।

রাজধানীর হাজারীবাগে নিখোঁজ দুই কিশোরীর বাসায় গিয়ে দেখা মেলে এক করুণ দৃশ্যের। নিখোঁজ খাদিজার মা নাসিমা বেগম, পেশায় গৃহকর্মী। বাবা আহম্মদ, পেশায় একজন জেলে। পেশাগত কারণেই খাদিজার মা থাকেন ঢাকায়, বাবা নারায়ণগঞ্জের আড়াইহাজারের এদেরকান্দি গ্রামে। পাঁচ ভাই বোনের মধ্যে খাদিজা চতুর্থ। মাত্র ১২ বছর বয়সে বিয়ে করে কিছু দিন খুলনার বাগেরহাটে স্বামীর সঙ্গে ছিলেন। পরবর্তীতে পারিবারিক কলহের কারণে স্বামী থেকে দূরে থাকছেন।

হাজারীবাগের মনেশ্বর লেনের বাসায় গিয়ে দেখা যায়, ফ্লোরে পাতলা একটি তোশক বিছানো। তাতে শুয়ে আছেন এক বৃদ্ধা। দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিতেই চোখ মেলে তাকালেন। প্রতিবেদকের পরিচয়ে জেনে নিজেকে টেনে তুলে বসলেন। জানা গেলো তার নাম ফিরোজা বেগম। নাতনি খাদিজা নিখোঁজের খবর পেয়ে ঢাকায় ছুটে এসেছেন। কাজে থাকায় অপেক্ষা করেও খাদিজার মায়ের দেখা মিললো না।

ফিরোজা বলেন, আমার মেয়ের পাঁচটা সন্তান। স্বামীর আয়ে সংসার চলছিল না। তাই মেয়ে নাসিমা ঢাকায় এসে গৃহকর্মীর কাজ করছেন। নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে আড়াইহাজার থেকে মায়ের কাছে আসে খাদিজা। গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি।

তিনি আরও বলেন, খাদিজার বাবা মেঘনা নদীতে মাছ ধরে। মেয়ে বাসা বাড়িতে কাজ করে ছেলে মেয়েদের দু মুঠো ভাত দিচ্ছে। এখন আমরা কার কাছে যাব। কি করবো কিছুই বুঝতে পারছি না।

খাদিজার মায়ের সঙ্গে থাকেন নাতনি পলি। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘খালামনি (খাদিজা) মাঝে মাঝে ঢাকায় এসে থাকেন, আবার গ্রামে চলে যান। কয়েক দিন আগে ঢাকায় আসেন। তাকে প্রায়ই দেখতাম ফেসবুক ব্যবহার করতে। কিন্তু কারো সঙ্গে কথা বলতে দেখিনি। কীভাবে কি হলো বুঝলাম না।’

একই দিনে নিখোঁজ হওয়া সুমনা স্বামী সন্তান নিয়ে হাজারীবাগ এলাকায় মায়ের সঙ্গে থাকতেন। জানুয়ারি মাসের ১৫ তারিখ হাজারীবাগের মাহাদীনগর এলাকায় আলাদা বাসা নেন। পরবর্তীতে ২৩ জানুয়ারি ৯ মাস বয়সী ছেলে আবিরকে নিয়ে মায়ের বাসায় আসে। সুমনা আসার একটু পর একই বাসায় আসে তার বান্ধবী খাদিজা। কিছু সময় অবস্থান করার পর বান্ধবী খাদিজাকে নিয়ে বের হয়ে যায় সুমনা।

৯ মাস বয়সী শিশুটি মায়ের জন্য কান্নাকাটি করে উল্লেখ করে সুমনার মা নীলু বলেন, মেয়েটা জীবনের শুরুতেই একটা ভুল করে বসে। তারপরও আমরা মেনে নিয়েছি। স্বামীকে নিয়ে আমাদের কাছে থাকত। হঠাৎ ১৫ তারিখ অন্যত্র বাসা ভাড়া নিলো। এরপর ২৩ তারিখ বাসায় এসে বাচ্চাটা রেখে বের হয়ে আর এলো না। নাতিটা (সুমনার ছেলে) মায়ের জন্য কান্নাকাটি করে। এতো ছোট বাচ্চা মা ছাড়া কি রাখা যায়? কি করবো কার কাছে যাবো কিছুই বুঝতে পারছি না।

তিনি বলেন, নিখোঁজের পাঁচদিন পর ২৮ জানুয়ারি রাত একটার দিকে বড় ভাই রাজুর মোবাইলের ইমো নাম্বারে বাঁচার আকুতি জানিয়ে ফোন করেছিলো সুমনা। ঘুমন্ত অবস্থায় বিষয়টা বোঝার আগেই পাশের লোকজন তার ফোন কেড়ে নেয়। পরবর্তীতে ফোন করা হলে এক ব্যক্তি জানায়, সুমনাকে ভারতের কেরালায় পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। মেয়েকে ফিরে পেতে পরিবারের সদস্যদের ভারতে যাওয়ার পরামর্শ দিয়ে ফোনটি কেটে দেন। পরে আমরা শুনেছি একই সময়ে খাদিজাও নাকি তার মাকে ফোন করেছিল। এরপর আর কোনো সন্ধান পাচ্ছি না।

নিখোঁজ সুমনা দিনমজুর বাবা ইদ্রিস ও মা নীলুর সাত সন্তানের মধ্যে তৃতীয়। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার শুক্তাবাদ এলাকায়। পরিবারের সঙ্গে হাজারীবাগ এলাকায় থাকত। স্বামী শাওন বেড়িবাঁধ এলাকায় মোহাম্মদপুর-সেকশন রুটের লেগুনা চালান।

মা নীলু আক্ষেপ করে বলেন, মানুষের বাসায় কাজ করে অনেক শখ করে মেয়েকে একটা টাচ (স্মার্ট) মোবাইল কিনে দিয়েছিলাম। সেই মোবাইলই কাল হলো মেয়েটার  জন্য।

কথা বলা শেষে নিখোঁজ দুই কিশোরীর পরিবারের কাছে তাদের ছবি চেয়েও পাওয়া যায় নি। পাচারের পরিসংখ্যানের খাতায় আরও দুটি বাড়তি সংখ্যা হয়ে গেলো তারা!

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)’র রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ ফজলে এলাহী বার্তা২৪.কম-কে বলেন, চাকরির নামে মানবপাচার চক্রের এক সদস্যকে আমরা দু’জন ভিক্টিমসহ গ্রেফতার করেছি। আমাদের তদন্ত কাজ চলছে। চক্রের মূলহোতা আনারুলসহ পাঁচ থেকে ছয় জনের নাম পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে ফেসবুক, টিকটকসহ সামাজিক মাধ্যমে ফাঁদে ফেলে মানবপাচার প্রায়ই ঘটছে।

জিজ্ঞাসাবাদের স্বার্থে তিন সমন্বয়ক ডিবিতে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

  • Font increase
  • Font Decrease

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামসহ তিনজনকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপর দুই সমন্বয়ক হলেন- আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

শুক্রবার (২৬ জুলাই) রাতে ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ডিবি বলছে, নিরাপত্তা এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে তিন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তারা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

;

কারফিউ তুলে নেয়ার ব্যাপারে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

  • Font increase
  • Font Decrease

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত কারফিউ নিয়ে সবাইকে একটু অপেক্ষা করতে হবে। কারফিউ শিথিল করা যায় কিনা, তা আমরা দেখছি।

শুক্রবার (২৬ জুলাই) রাতে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারফিউ শিথিল করা যায় কিনা আমরা দেখছি। পুলিশ বিজিবি, সেনাবাহিনী কাজ করছে। জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। জনগণকে ধৈর্য্য ধরতে হবে। এ বিষয়ে শনিবার (২৭ জুলাই) আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।

এ সময় আন্দোলনের নামে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের এই ক্ষতির দায় কে নেবে? বিএনপি বলছে সহিংসতার মধ্যে তারা নেই। তাহলে কে করেছে? এটা জনগণের প্রশ্ন।

কোটা আন্দোলনকারীদের আটকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারী নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের নিরাপত্তার জন্যই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। এসময় সেনাবাহিনীও মোতায়েন করা হয়।

পরবর্তীতে নির্ধারিত সময়ের জন্য কারফিউ শিথিল করা হলেও এখনো পুরোপুরি এখন তুলে নেয়া হয়নি।

;

যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

  • Font increase
  • Font Decrease

দেশের আট বিভাগেই মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৬ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ সময় টাঙ্গাইল, সিলেট ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। 

বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

;

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষামন্ত্রীর নতুন বার্তা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়গুলো খোলার কর্মপন্থা নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় জানান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ও সৌহার্দপূর্ণ পরিবেশ নিশ্চিত করে পাঠদান শুরু করার জন্যে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হওয়ায় গত ১৬ জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।

একই দিন রাতে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

;