নেত্রকোনায় ইয়াবা ও ফেন্সিডিলসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

(বাম থেকে)  শরিফুল ও সোহেল মিয়া

(বাম থেকে) শরিফুল ও সোহেল মিয়া

নেত্রকোনার সদরে এবং বারহাট্টা উপজেলায় পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ও ২৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ফচিকা গ্রাম ও বারহাট্টা উপজেলার দশধার ব্রিজের কাছ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সদরে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার শরিফুল ময়মসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কড়েহা গ্রামের মৃত তোফায়েল হোসেন’র ছেলে এবং ২৩ বোতল ফেনসিডিলসহ বারহাট্টায় গ্রেফতার সোহেল মিয়া কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের আজমান মিয়া’র ছেলে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম (পিপিএম) ও বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম পৃথক বিবৃতিতে বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মডেল থানার ওসি কালাম জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামায়ুন কবির’র সঙ্গীয় ফোর্স সদরের ফচিকা গ্রাম থেকে শরিফুলকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

অপরদিকে বারহাট্টা থানার ওসি রফিকুল জানান, নেত্রকোনা-কলমাকান্দা সড়কের দশধার ব্রিজে থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ২৩ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা সোহেলকে গ্রেফতার করেন।

গ্রেফতার শরিফুল ও সোহেল’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পক্রিয়াধীন বলেও বার্তা২৪.কমকে জানিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান।