হাসপাতালে দালাল নির্মূলে র‍্যাবের অভিযান, গ্রেফতার ৩০

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর হাসপাতাল কেন্দ্রিক গড়ে ওঠা দালালচক্র নির্মূলে অভিযানে নেমেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় বিভিন্ন হাসপাতালে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৩০ জন দালালকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর নাজমুল বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মেজর নাজমুল বলেন, র‍্যাব মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করছে। দালাল চক্র হিসেবে যাদেরকে ধরা হচ্ছে তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি ও জরিমানার আওতায় আনা হচ্ছে। এখন পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ১৭ জন, শিশু হাসপাতাল থেকে ৪ জন দালালকে আটক করা হয়েছে। এছাড়া পঙ্গু হাসপাতাল থেকেও আটক করা হয়েছে। এখনো অভিযান চলমান আছে।

বিজ্ঞাপন