গাজীপুরে প্রিন্টিং কারখানার মেশিন বিস্ফোরিত হয়ে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন চীনা নাগরিকসহ অন্তত ৭ জন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে৷
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম বারারুল এলাকায় অবস্থিত ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধ হয়ে লিখন মিয়া (২৪) নামে এক কর্মচারীর মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে চীনা নাগরিক মি. লু -এর অবস্থা গুরুতর থাকায় তাকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার দুপুরে ওই কারখানায় কাজ চলাকালে একটি লেমিনেশন মেশিন হঠাৎ বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।