ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট সিলগালা, আটক ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার সাত মসজিদ রোডের কেয়ারি ক্রিসেন্ট ভবনটিতে অভিযান চালিয়ে তা সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভবনটি সিলগালা করে দেন।

বিজ্ঞাপন

এসময় ওই ভবন থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

এর আগে ভবনটিতে অভিযান চালানো হবে এমন খবর পেয়ে ভবনটির সব রেস্টুরেন্ট নোটিশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযানের সময় ভবনটির দ্বিতীয় তলা থেকে ওপরের দিকের সব রেস্টুরেন্ট তালা লাগানো ছিল। কথা বলার জন্য ভবন সংশ্লিষ্টদের ডাকা হলেও তারা কেউ আসেননি।

পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান শেষ হওয়ার পর ভবনটি সিলগালা করে দেওয়া হয়।