ময়মনসিংহ ও কুমিল্লা সিটি ভোট: প্রতি কেন্দ্রে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ সদস্য

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তার আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ জন সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। সেই সাথে সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন সদস্য থাকবে।

বিজ্ঞাপন

ইসি কর্মকর্তারা জানান, ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও ভোটের এলাকায় নিয়োজিত থাকবে পুলিশ, এপিবিএন, আনসারের ৩৩ টি মোবাইল টিম, ১১টি স্ট্রাইকিং ফোর্স ও একটি রিজার্ভ টিম। ৩৩টি ওয়ার্ডে থাকবে র্যাবের ১৭টি টিম ও বিজিবি থাকবে ৭ প্লাটুন।

অন্যদিকে কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে পুলিশ, এপিবিএন ও আনসারের ২৭টি, ৯টি স্ট্রাইকিং ফোর্স ও ২টি রিজার্ভ টিম থাকবে। এছাড়া নিয়োজিত থাকবে র‍্যাবের ২৭টি টিম ও বিজিবি ১২ প্লাটুন।

বিজ্ঞাপন

আগামী ৯ মার্চ এই দুই সিটির সঙ্গে স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ২২ জনের ফোর্স অন্য স্থানীয় নির্বাচনের কেন্দ্রে মোতায়েন থাকবে।