বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে কাজ করবে বাংলাদেশ ও কানাডা।
মঙ্গলবার (৫ মার্চ) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার ড. লিলি নিকোলসের মধ্যে দ্বিপাক্ষিক এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন- কানাডার কলেজ এবং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ড. এলেইন রয় এবং বাংলাদেশে কানাডা হাই কমিশনের সিনিয়র ট্রেড কমিশনার মিজ ডেবরা বয়সি প্রমুখ।
বগুড়ায় চাঁদা না দেয়ায় বখাটেদের ছুরিকাঘাতে আকিল হোসেন রানা(৪৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় তার স্ত্রী রোজিনা বেগমও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটে।
রানা জয়পুরপাড়া পশ্চিম পাড়ার এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন পুরাতন লোহা ব্যবসায়ী।
বগুড়া পৌরসভার ১৭ নং ওযার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রোববার ভাড়া নিয়ে রিকশাচালকের সাথে রানার বিরোধ হয়। এ সময় রানার প্রতিবেশী ইনছান ও তার এক বন্ধু সাগর, রানার পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করে। ওই রিকশাচালক ঘটনাটি জয়পুরপাড়ায় বসবাসকারী তার জামাইকে জানায়। রিকশাচালকের জামাই পরদিন ইনছানকে ডেকে চড় থাপ্পড় দেয়।
মঙ্গলবার রাতে রানা তার স্ত্রীসহ একই এলাকায় দাওয়াত খেয়ে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছালে ইনছান ও সাগরের সাথে দেখা হয়। এ সময় ইনছান জানায় তার (রানা) পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করে বিবাদে জড়িয়ে পড়ে মারধরের শিকার হয়। এ কারণে রানার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় তারা রানার পেটে ছুরিকাঘাত করে। এ সময় স্ত্রী রানাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রোজিনা বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার পর পরই ইনছান ও তার সহযোগীরা পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।
রাঙামাটিতে ভারতীয় অবৈধ সিগারেটের রমরমা ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় প্রতিবেদক আলমগীর মানিকের ওপর হামলা চালিয়েছে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাকিম রাজু নামের এক বখাটে। হামলার সময় তার সঙ্গে রাজুর চাচাতো ভাই ফারুকুল ইসলাম ইমনও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের সময় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের এসপি বাংলো সংলগ্ন এলাকায় আলমগীর মানিকের নিজ বসতঘরে এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় আলমগীর মানিকের দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্যদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হামলাকারী রাজু কর্তৃক প্রাণনাশের হুমকিতে সবার মাঝে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাঙামাটি শহরে ব্যাপকহারে চাঁদাবাজির বিষয়টি নিয়ে দেশের প্রথমসারির গণমাধ্যমসহ বেশ কয়েকটি গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। অতি সম্প্রতি রাঙামাটিতে ভারতীয় পণ্যের রমরমা ব্যবসা; কোটি টাকার সিগারেটসহ আটক-১ শিরোনামে নিউজ প্রকাশ করা হয়।
তারই ধারাবাহিকতায় শুল্কবিহীন ভারতীয় সিগারেটের রমরমা ব্যবসাসহ এই ব্যবসাকে কেন্দ্র করে ব্যাপকহারে চাঁদাবাজি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে জনৈক অবৈধ সিগারেট ব্যবসায়ী দিদারকে বক্তব্যের জন্য ফোন দিলে প্রতিবেদকের ওপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত ৯টা ১০ মিনিটে ফারুকুল ইসলাম ইমন ও রিয়াজুল ইসলাম রাজু আলমগীর মানিকের বাসায় উপস্থিত হয়।
এসময় কেন দিদারকে ফোন করা হয়েছে এবং দিদারকে চিনস কিনা প্রশ্ন করেই বিভিন্ন ধরনের কটুক্তিমুলক কথা বলতে থাকে। এতে করে আলমগীর মানিক প্রতিবাদ করলে নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাকিম রাজু আলমগীর মানিকের গায়ের ওপর ওঠে আসার চেষ্টা করেন। এসময় তাকে প্রতিহত করতে এগিয়ে গেলে তিনি ধাক্কা দেন।
ঘটনাস্থলে আলমগীরের আরো দুই সহকর্মী উপস্থিত ছিলেন। তাদের বাধায় রাজু ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় “মানিক সবর কর দেখেলইয়ুম তুরে” এই হুমকি দিয়ে চলে যায়। রাজুর এহেন আচরণ আলমগীর মানিকের সিসিটিভিতে রেকর্ড রয়েছে। বিগত সরকার পতনের পর অর্ন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার এখনো ৩৫ দিন না পেরোতেই ছাত্রদল নেতার এহেন আচরণ তাদের ভবিষ্যত নিয়ে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে।
এদিকে, মঙ্গলবার রাতেই আলমগীর মানিকের বাসায় হামলার ঘটনাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলীকে মৌখিকভাবে মুঠোফোনের মাধ্যমে অবহিত করা হলে তিনি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে লিখিত অভিযোগ থানায় দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
চোরাচালানিদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করায় ছাত্রদল নেতা কর্তৃক সাংবাদিকের বাসায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, রাঙামাটি নগর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম জানান, আমাদের দলীয় হাইকমান্ড নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল করতে নিষেধ করেছেন। এই নির্দেশনার পরেও যদি কেউ এই ধরনের হামলার ঘটনা ঘটায় তার বিরুদ্ধে দলীয় হাই কমান্ডের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নীলফামারীতে চাঁদাবাজির অভিযোগে দুই সাবেক এমপি, ওসি, দুই সাংবাদিকসহ ৩৬০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) চীফ জুডিসিয়াল আমলি আদালত-১ এ মামলাটি দায়ের করেন মো. সৌমিক হাসান সোহান নামে এক শিক্ষার্থী। তিনি শহরের পূর্ব কুখাপাড়ার শামীম হোসেনের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ ও গত ১৮ জুলাই থেকে আন্দোলনকারীদের ওপর হামলা-মামলার নামে ভয়ভীতিসহ চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।
আসামিরা হলেন, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।
একই মামলায় সদর থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম, উপ-পরিদর্শক রনি কুমার পাল, জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল ও আরেক সাংবাদিককে আসামি করা হয়েছে।
এ বিষয়ে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ বলেন, মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য বিজ্ঞ আদালত থেকে সোমবার নির্দেশনা পেয়েছি। সেটি আদালতের দেওয়া সময়সীমার মধ্যে রেকর্ড করার প্রক্রিয়া চলমান আছে।
দেশের ৪ অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, এই সময়ের মধ্যে নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বুধবার দেশের ৫ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।