লালমনিরহাটে ভারতে অনুপ্রবেশের দায়ে যুবক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতে অনুপ্রবেশের দায়ে যুবক আটক

ভারতে অনুপ্রবেশের দায়ে যুবক আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রমের দায়ে রুবেল (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে তাকে আটক করা হয়। রুবেল ওই উপজেলার উত্তর জাওরানী গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, ওই সীমান্ত দিয়ে কয়েকদিন আগে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন রুবেল হোসেন। একই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় বুধবার রাতে জাওরানী বিজিবি ক্যাম্পের টহল দল তাকে আটক করে। তার বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের একটি মামলা দায়ের করেছে বিজিবি।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন