পটুয়াখালী পৌরসভায় দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত মহিউদ্দিন
পটুয়াখালী পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ। ভোটগ্রহণ। রাতে বেসরকারি ফলাফলে ১১হাজার ৪২ ভোট বেশি পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।
তিনি পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডা. শফিকুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট।
নির্বাচনের প্রায় ৬২.০৭ শতাংশ ভোট পড়েছে।
শনিবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান।
এবার ছয়জন মেয়র প্রার্থী, ৪১ জন কাউন্সিলর প্রার্থী ও ১৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলছে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়াও কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি হওয়ায়, নির্ধারিত সময়ের পরেও ভোটগ্রহণ করা হয়েছে।
সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।
ভোটগ্রহণ চলাকালীন পৌর এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার শওকত আলী, ডিআইজি জামিল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান সহ নির্বাচন সংশ্লিষ্টরা। এ সময় তারা স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় পরবর্তী ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।