উপজেলা নির্বাচনের তফসিলের চূড়ান্ত সিদ্ধান্ত ১২ মার্চ
উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে আগামী ১২ মার্চ। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে মঙ্গলবার (১২ মার্চ) এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে বসবে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকটি ইসির সভাকক্ষে ওইদিন সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে চার ধাপের ভোটের সময় জানালেও তফসিল ঘোষণা করেনি ইসি।
এবারের ২৯তম কমিশন সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। একটি হচ্ছে, উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত। অন্যটি বিবিধ।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এর আগে জানিয়েছিলেন, ইতোমধ্যে, কমিশন চার ধাপে উপজেলা নির্বাচনের কথা বলেছিল। তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে একশ ৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে একশ ৬৫টি, ১৮ মে তৃতীয় ধা্পে একশ ১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২টিসহ মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি।