ভেড়ামারায় কয়েকশ বিঘার পানবরজ পুড়ে ছাই
কুষ্টিয়ার ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কয়েকশ বিঘার পানের বরজ। রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার রায়টা পাথরঘাটা গ্রামের পানের বরজে আগুন লাগে। খবর পেয়ে ভেড়ামারা ও মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে এক কর্মকর্তা বলেন, পানের বরজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভেড়ামারা ও মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি।
স্থানীয় এক বাসিন্দা এসএম রওনক বলেন, রোববার দুপুর দেড়টার দিকে পানের বরজে আগুন লাগে। ১০ মিনিটের মধ্যে পুরো মাঠে আগুন ছড়িয়ে যায়। এরপর কয়েকশ বিঘার বেশি পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, আমরা হঠাৎ করেই পানের বরজে আগুন দেখতে পাই। কিছুক্ষণের মধ্যে আগুন পাশের ক্ষেতগুলোতেও ছড়িয়ে পড়ে। ১০০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। পানবরজ পুড়ে আশেপাশের বসতবাড়িতেও জ্বলছে এ আগুন।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আকাশ কুমার কুণ্ডু।