বঙ্গবন্ধু টানেলের ওয়্যার হাউজে অগ্নিকাণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশনের পরিত্যক্ত ওয়্যার হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন স্টোর রুমে এ আগুনের সূত্রপাত ঘটে।

বিজ্ঞাপন

কর্ণফুলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি জানান, বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে কনস্ট্রাকশন ওয়্যার হাউজের পরিত্যক্ত গুদামে আগুন লাগার খবরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

টানেলের উপ-প্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, বঙ্গবন্ধু মূল টানেলের বাহিরে আনোয়ারা প্রান্তে কনস্ট্রাকশন ওয়্যার হাউজের পরিত্যক্ত গুদামে আগুন লাগে। তাৎক্ষণিক আমাদের নিজস্ব ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে টানেলে কাজ করার পর কিছু কাঠ ও পরিত্যক্ত কনস্ট্রাকশনের সরঞ্জাম ছিল। এখন সব নিরাপদে রয়েছে।