শস্যদানায় ফুটে উঠল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ-জাতীয় স্মৃতিসৌধ
ময়মনসিংহের গৌরীপুরে তিন দিনব্যাপী কৃষিমেলায় শস্যদানা দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ঐতিহাসিক ভাষণ ও জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।
নান্দনিক এই শিল্পকর্মটি তৈরি করেছে গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়করণ প্রকল্পের সহযোগিতায় রোববার (১০ মার্চ) থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কৃষি অফিস চত্বরে তিন দিনব্যাপী কৃষিমেলার আয়োজন করা হয়। কৃষি মেলাটি উদ্বোধন করেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।
রোববার (১০ মার্চ) থেকে শুরু হওয়া এই কৃষিমেলা চলবে আগামী সোমবার (১২ মার্চ) মঙ্গলবার পর্যন্ত।
খোঁজ নিয়ে জানা যায়, কৃষিমেলায় বিভিন্ন কৃষি পণ্যের প্রদর্শনী নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪টি স্টল অংশগ্রহণ করছে। তবে মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতরের স্টলের ‘শস্যদানায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও জাতীয় স্মৃতিসৌধ’ নামের শিল্পকর্মটি। নান্দনিক এই শিল্পকর্মটি দেখতে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা ভিড় করছেন স্টলটির সামনে। অনেকেই শিল্পকর্মটির সামনে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে পড়ছেন সেলফি কিংবা ছবি তোলায়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলির নির্দেশনায় শিল্পকর্মটি তৈরি করেছেন তিন উপ-সহকারী কমর্কতা সুমন চন্দ্র সরকার, গোলাম রাব্বানী ও আল মামুন।
মাটিতে বালু ফেলে তার ওপর কাঠের গুঁড়োর সঙ্গে রঙ মিশিয়ে ৮ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এই শিল্পকর্মটির জমিন তৈরি করা হয়েছে। পরে একপাশে কালোজিরা মশলা ও কালোজিরা চাল দিয়ে জমিনের ওপর বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়। অপরপাশে ছোলা, মটর, মশুর খেসারি, অ্যাঙ্কর ও মাসকলাই ডাল দিয়ে ফুটিয়ে তোলা হয় জাতীয় স্মৃতিসৌধ।
এছাড়াও স্মৃতিসৌধের পাশে কাঁচা মরিচ ও লাল মরিচ দিয়ে ফুটিয়ে তোলা হয় জাতীয় পতাকা।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকতা সুমন চন্দ্র সরকার বলেন, মেলায় অনেক স্টল থাকলেও দর্শনার্থীরা নান্দনিক এই শিল্পকর্মটি দেখতে আমাদের স্টলের সামনে ভিড় করছেন। সবাই আমাদের কাজের প্রশংসা করায় নিজেদের মধ্যে অন্যরকম ভালোলাগা কাজ করছে!
উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি বলেন, মহান স্বাধীনতার মাসে কৃষিমেলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ফুটিয়ে তুলতেই আমরা শস্যদানা দিয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও জাতীয় স্মৃতিসৌধ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
এছাড়াও তিন দিনব্যাপী কৃষিমেলায় আমরা বিভিন্ন কৃষিপণ্যের প্রদর্শনীর পাশাপাশি এগুলোর চাষপদ্ধতি সম্পর্কে জনসাধারণ ও দর্শনার্থীদের পরামর্শ দিচ্ছি।