বিজয় সরণিতে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয় সরণি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ট্রাক প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে। এতে চালক আটকে পড়াসহ গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশ দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটির ভেতর থেকে আটকে পড়া চালককে উদ্ধারের চেষ্টা করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালুবোঝাই ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের প্রাইভেটকারের ওপর আছড়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালান।

ট্রাকের চাপায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হলেও চালক জীবিত আছেন বলে জানান উদ্ধারকারীরা। ভেতরে তিনি একাই ছিলেন। এরপর গাড়ির দরজা কেটে প্রায় ১ ঘন্টা পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।