বিজয় সরণিতে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক
রাজধানীর বিজয় সরণি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ট্রাক প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে। এতে চালক আটকে পড়াসহ গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশ দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটির ভেতর থেকে আটকে পড়া চালককে উদ্ধারের চেষ্টা করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালুবোঝাই ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের প্রাইভেটকারের ওপর আছড়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালান।
ট্রাকের চাপায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হলেও চালক জীবিত আছেন বলে জানান উদ্ধারকারীরা। ভেতরে তিনি একাই ছিলেন। এরপর গাড়ির দরজা কেটে প্রায় ১ ঘন্টা পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।