টাঙ্গাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটো চালক উপজেলার চান্দুলিয়া এলাকর উজ্জল মিয়া (৩৫) ও কদিম দেওহাটা এলাকার সুশান্ত বাকালী (৩৫)।
পুলিশ ও স্থানীয়র জানান, ব্যাটারিচালিত অটোরিশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেন ধরে দেওহাটা থেকে গোড়াইয়ের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিকশাটি গোড়াই মিল গেইট এলাকায় পৌঁছালে দ্রুত গতির বালু ভর্তি একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে স্থানীয়রা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় দায়িত্বরত চিকিৎসক আরো একজনকে মৃত বলে ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, নিহতদের মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ট্রাকটিকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় আনা হবে।