বঙ্গবন্ধুর জন্মদিনে ভারত-চীনের শ্রদ্ধা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে ভারত ও চীন।

রোববার (১৭ মার্চ) ঢাকায় ভারতের হাইকমিশন ও চীনের দূতাবাস পৃথক বার্তায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে।

বিজ্ঞাপন

ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে তার প্রতি জানাই আন্তরিক সম্মান ও গভীর শ্রদ্ধা। স্বাধীনতার একজন পথপ্রদর্শক হিসেবে যিনি বাংলাদেশের মানুষকে অদম্য চেতনা ও আপসহীন ইচ্ছাশক্তি নিয়ে তাদের অধিকার আদায়ে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন। তার জীবন ও কর্ম আমাদের অনুপ্রাণিত করে চলেছে। তার পরম্পরা আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করে ভারত-বাংলাদেশ মৈত্রীকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের ভবিষ্যতের পথে পরিচালিত করে।

চীনের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে চীনের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের প্রতিটি প্রজন্ম এগিয়ে যাক বঙ্গবন্ধুর আদর্শ ও প্রেরণায়।

বিজ্ঞাপন