বরিশালে দুই কোটি টাকার অবৈধ জাল জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

বরিশাল জেলার হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ ও থানা পুলিশের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

বিজ্ঞাপন

তিনি জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।
জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।