শীঘ্রই অনলাইন নীতিমালা প্রণয়ন করা হবে: তথ্যমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী/ ছবি: বার্তা২৪

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী/ ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

ভুঁইফোড় ও নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টাল ও টিভির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানালেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ভূুঁইফোড় সংবাদ মাধ্যম নিয়ে সংবাদিকদের উদ্বেগ ও উৎকণ্ঠা নিরসনের লক্ষ্যে প্রথমদিন থেকে আমি কাজ করছি। শীঘ্রই অনলাইন সাংবাদ মাধ্যমের নীতিমালার প্রণয়ন করা হবে। রেজিস্ট্রশনের আওতায় এনে যাবতীয় বিষয় তদারকি ও যাচাই-বাছাই শেষে পরামর্শ মোতাবেক কাজ করা হবে।

মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫জানুয়ারি) সকালে একটি প্লেনে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন তথ্যমন্ত্রী। বিমান বন্দরে ড. হাছান মাহমুদকে সংবর্ধনা দেওয়া হয়। পরে বেলা সাড়ে ১১ টায় সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় মন্ত্রীর বক্তব্য শেষে সাংবাদিকদের পক্ষ থেকে অনলাইন গণমাধ্যমের দৌরাত্ম্য ও হয়রানি বিষয়ে জোর আপত্তি তোলা হয়। একইসাথে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও তদারকি নিয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হয়। মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনলাইন সাংবাদিকতার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান ও পদক্ষেপের কথা জানান।

হাছান মাহমুদ বলেন, অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তৃতি বর্তমান সমাজের বাস্তবতা। শুধুমাত্র বাংলাদেশেই নয়, সমগ্র পৃথিবীতে প্রসার ঘটেছে। এই প্রসার বন্ধ করা সঠিক নয়। কিন্তু এটি যাতে সঠিক হয়, নিয়ম-নীতির মধ্যে হয় সেই কাজটি করা হলো আমাদের লক্ষ্য। আপনারা সাংবাদিক বন্ধুরা যথার্থই বলেছেন; অনেকে ঘরে বসে অনলাইন চালু করেছে। নীতিমালার মধ্যে রেজিস্ট্রেশনের আওতায় আনা হলে বিপুল পরিমাণ অনলাইন বন্ধ হয়ে যাবে। আমার পূর্বসূরী (হাসানুল হক ইনু) সেই কাজের অনেকটুকু এগিয়ে নিয়ে গেছেন, আমি সেই কাজটিকে সম্পন্ন করব ইনশাআল্লাহ। এছাড়া অনুমোদন ছাড়া কোনো অনলাইন টেলিভিশন থাকতে পারবে না। এটিকেও নীতিমালায় আনা হবে। এক্ষেত্রে সাংবাদিকদের পরামর্শ ও সহায়তা নেওয়া হবে।

নবম ওয়েজবোর্ডের বিষয়ে মন্ত্রী বলেন, আমি গতকাল সোমবার (১৪জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বলেছি এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য কাজ করব। অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে। ২৮ জানুযারি, এই সময়সীমার মধ্যে এর বাস্তবায়নে কাজ করব। বর্তমান ওয়েজবোর্ডে টেলিভিশন নাই, আমি ব্যক্তিগতভাবে বলেছি টেলিভিশনকেও অন্তর্ভুক্ত করা হবে। আর কেউ বাস্তবায়নের ঘোষণা দিয়ে প্রণয়ন করছে কিনা তাও তদারকি করা হবে।

এ সময় সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, তিনি (প্রার্থী) কতদিন ধরে দল করছেন, দলের প্রতি তার অবস্থান এবং কমিটমেন্ট বিবেচনা করে তাকে মনোনয়ন দেওয়া হয়। নারী সংরক্ষিত আসনের ক্ষেত্রে একই মানদণ্ড বজায় রেখে নির্ধারণ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুছ সালাম বক্তব্য রাখেন।

   

সিলেটে বারকি নৌকা থেকে ফের ১১১ বস্তা চিনি উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সিলেট
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে আবারো দুটি বারকি নৌকা থেকে ১১১ বস্তা ভারতীয় চিরি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬জুন) ভোরে জৈন্তাপুর উপজেলার সারী নদীতে দুটি নৌকা এসব চিনি উদ্ধার করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তাদের কাউকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার এসআই (মিডিয়া অফিসার) মো.আশরাফুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়নের সারী নদীতে পুরাতন কাঠের তৈরি দুইটি নৌকা থেকে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এরআগে মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টার দিকে জৈন্তাপুর ইউনিয়ন সংলগ্ন চাঙ্গিল ব্রিজের নিচে দুটি বারকি নৌকা থেকে ৪২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে থানা পুলিশ।

;

কুমারখালীতে পদ্মা নদীতে গোসলে নেমে তরুণের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে গোসল করতে নেমে ছাকির প্রামাণিক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) উপজেলার চর সাদিপুর ইউনিয়নের সাদিপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ছাকির প্রামাণিক কুমারখালী উপজেলার চর সাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাবলু প্রামাণিকের ছেলে। তিনি পাবনায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

চর সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ছাকির বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

;

রংপুরে নদীতে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
ফাইল ছবি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

রংপুর নগরীর ভুরারঘাটে ঘাঘট নদীতে গোসল করতে নেমে আজমাইন (১১) ও জীম (৭) নামে জ্যাঠাত-চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে ।

বুধবার (২৬ জুন) আনুমানিক দুপুর ২টায় এ ঘটনা ঘটে৷

জানা যায়, নিহত দু'জন স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। আজমাইন ৬ষ্ঠ শ্রেণিতে ও জীম ১ম শ্রেণির শিক্ষার্থী। আজমাইনের পিতার নাম আনিসুল ও জীমের পিতার নাম রতন মিয়া।

পরে ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাদের মৃত্য বলে ঘোষণা করেন।

;

বিমানের পাইলট ঘাটতি কাটিয়ে উঠতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ মন্ত্রীর



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান

  • Font increase
  • Font Decrease

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ঘাটতি কাটিয়ে উঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বুধবার (২৬ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ভূঞা।

মন্ত্রী বলেন, বিগত কয়েক বছরে বিমান নতুন নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করেছে এবং আরও কিছু নতুন রুটের চাহিদা রয়েছে। সুতরাং বিমানের ফ্লাইট পরিচালনা নির্বিঘ্ন করার জন্য বিদ্যমান নিয়োগ নীতিমালার আলোকে যথাযথ স্বচ্ছতা বজায় রেখে দ্রুততার সাথে পাইলট ও কেবিন ক্রু নিয়োগের মাধ্যমে ঘাটতি কাটিয়ে উঠার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ফারুক খান বলেন, বিমানের সেবাকে আরও বেশি যাত্রীবান্ধব করতে হবে। দ্রুততার সাথে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে কল সেন্টারগুলোকে ২৪ ঘণ্টা সচল রাখতে হবে যাতে যাত্রীরা যেকোনো সময় তাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। এছাড়া বর্তমানে ওয়েবসাইট ও দেশীয় সেল সেন্টারগুলোতে নগদ টাকার পাশাপাশি ক্রেডিট কার্ড দিয়ে টিকেট কাটা গেলেও বিদেশের বিভিন্ন স্টেশনের সেল সেন্টারে ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। অতি দ্রুত ক্রেডিট কার্ড ব্যবহারের এই সীমাবদ্ধতা দূর করতে হবে।

তিনি বলেন, প্রতিটি উড়োজাহাজের যথাযথ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে নিয়মিত ও যথাসময়ে মেইনটেনেন্স কাজ সম্পূর্ণ করতে হবে। ফ্লাইটের ইনফ্লাইট সেবা ও অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের ক্ষেত্রে আরও বেশি যত্নবান হতে হবে। বিমানের প্রতিটি বিভাগের মধ্যে নিবিড় আন্ত-সমন্বয়ের মাধ্যমে ব্যবসা উন্নয়নের সময়োপযোগী কৌশল গ্রহণ করতে হবে। সেবা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য যাত্রী ও জনগণের কাছে যথাসময়ে পৌঁছে দিতে হবে।

এর আগে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে প্রবাসী যাত্রীদের জন্য চালু হওয়া 'সাটল বাস সার্ভিসের' উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। এই সাটল বাস সার্ভিসের মাধ্যমে যাত্রীগণ বিমানবন্দর হতে টঙ্গী এবং টঙ্গী হতে বিমানবন্দর পর্যন্ত সহজেই যাতায়াত করতে পারবেন।

;