নরসিংদী পলাশের চরনগরদীতে ঘরে ঢুকে দেলোয়ারা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দেলোয়ারা মৃত মালেক দেওয়ানের স্ত্রী।
মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দেলোয়ারা বেগমের পরিবারের অর্থনৈতিক মুক্তির আশায় দুই ছেলে বিদেশি পাড়ি জমায়। একমাত্র মেয়ের বিয়ে হওয়ার পর দেলোয়ারা বেগম একাই এই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে ঘরের বারান্দায় তরকারি কাটছিলেন। এরই মধ্যে সন্ধ্যার দিকে নিজ বাড়ির শোয়ার ঘরে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে নিহতের স্বজনার ছুটে আসেন।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইরভেষ্টিগেশন (পিবিআই) ও পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।
পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই তদন্ত শুরু করেছি। আশা রাখছি স্বল্প সময়ের মধ্যেই রহস্য উন্মোচন সম্ভব।