বৈদেশিক মুদ্রা বিক্রির কথা বলে প্রতারণা, গ্রেফতার ৫

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রা ডলার ও রিয়াল বিক্রির কথা বলে সহজ সরল লোককে টার্গেট করতো একটি চক্র। এরপর প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া হতো মোটা অংকের টাকা। এমনই এক চক্রের দলনেতা সহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। তাদের গ্রেফতার করা হয় বলে জানানো হয়।

শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিল উপ পুলিশ কমিশনার এর কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলতে এ তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামিরা হলো, মো মহসিন(৩৫), মো সুলতান(৫৭), মো. আনোয়ার (৫৭) মো. শওকত আলি (৬০), মো. কালাম (৬১)।

হায়াতুল ইসলাম খান বলেন, গতকাল শুক্রবার (২৯মার্চ) রাতে রামপুরা থানা পুলিশ অভিযান চালিয়ে ডলার, রিয়াল ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা দেখিয়ে এবং বিক্রির কথা বলে সহজ সরল মানুষকে প্রতারণা করা একটি চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

এই চক্রটি সাধারণ সহজ সরল মানুদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। দীর্ঘদিন যাবত এই চক্রটি ঢাকা ও ঢাকার আশেপাশে এলাকায় অবস্থান করে এবং তারা এই ধরনের প্রতারনার সাথে জড়িত মর্মে জানা যায়।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে এই চক্রটি প্রতারণার কাজে বেশ তৎপর হয়ে উঠেছিল এবং বিভিন্ন ধরনের মানুষকে টার্গেট করে প্রতারণা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপুরা থানার একটি চৌকস টিম অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই চক্রের সাথে জড়িত এবং বিভিন্ন মানুষজনের সাথে প্রতারণা করে বলে স্বীকার করে। তাদের দলনেতা সহ অন্যান্য সদস্যদের নামে বিভিন্ন থানায় ৪ থেকে ৫টি মামলাও রয়েছে বলে জানান তিনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।