সিলেটে হঠাৎ শিলাবৃষ্টি, আহত ২
সিলেটে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির কারণে ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের পড়তে হয়েছে বিপাকে। কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে অনেকের গাড়ির গ্লাস পর্যন্ত ভেঙ্গে গেছে। পাশাপাশি শিলায় আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়েছেন দুই জন।
রবিবার (৩১মার্চ) সন্ধ্যার পর থেকেই ঝড়ো হাওয়া বইছিল। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ শিলা বৃষ্টি হয়। প্রায় দশ মিনিটের শিলাবৃষ্টিতে এ সময় অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে।
সরেজমিনে সিলেট নগরীর দরগাহসহ বিভিন্ন এলাকা ঘুরে শিলাবৃষ্টিতে অটোরিকশা (সিএনজি), মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহসহ অনেকের বাসার টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্র দেখা গেছে।
এ ছাড়াও সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে শিলার আঘাতে দুই ব্যক্তির মাথা ফেঁটে যায় বলে জানা গেছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
হঠাৎ শিলাবৃষ্টির কারণে এ সময় ঈদের কেনাকাটা করতে আসা মানুষ কিছুটা বিপাকেও পড়েন। মার্কেট কিংবা দোকানে যাওয়ার পথে অনেককে থেমে যেতে হয়। এ সময় পথচারীদের হুড়োহুড়ি করে আশপাশের ভবনে আশ্রয় নিতে দেখা যায়।
অটোরিকশা (সিএনজি) চালক মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘তিন বছর ধরে অটোরিকশা চালাই। এভাবে কোনো সময় শিলাবৃষ্টি হতে দেখিনি। আজকের শিলাবৃষ্টিতে আমাদের অনেকের গাড়ির গ্লাস ভেঙ্গে গেছে।’
ঈদের বাজার করতে আসা রোমান আহমদ বলেন, ‘শপিং করতে এসে বৃষ্টির বাধায় পড়লাম। সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। শিলাবৃষ্টি হওয়াতে রাস্তা থেকে দৌঁড়ে মার্কেটে এসে আশ্রয় নিয়েছি।’
রবিবার রাত পৌনে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির মধ্যেও ক্রেতাদের ঢল দেখা গেছে মার্কেটে। এর আগে আবহাওয়া অধিদফতর সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।