ফটিকছড়িতে অবৈধ ২ করাতকল বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেট বার্তা২৪.কম চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনবিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দুইটি করাতকলে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (৩১ মার্চ) ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজার এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দীন।

বিজ্ঞাপন

বনবিভাগ ও ভূজপুর থানা পুলিশের সদস্যরা ওই অভিযানে সহযোগিতা করেন।

জানা গেছে, সংরক্ষিত বনবিভাগের সীমানা এলাকায় করাতকল স্থাপন করায় করেরহাট রেঞ্জের অভিযোগের প্রেক্ষিতে লাইসেন্সবিহীন ওই ২টি অবৈধ করাতকল বন্ধ করে দেওয়া হয়। এ সময় প্রায় ৩ হাজার ৫০০ ঘনফুট গোল ও চেরাই কাঠ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘লাইসেন্স বিহীন ২টি অবৈধ করাতকল বন্ধ করে দিয়েছি। জব্দকৃত কাঠ নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে রেঞ্জ অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’