চট্টগ্রামে রাস্তা-ফুটপাত দখল করে ব্যবসা, ৬ জনকে জরিমানা

  • স্টাফ কসেপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম নগরীতে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৬ জনকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (০১ এপ্রিল) নগরীর পাঁচলাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

বিজ্ঞাপন

এসময় বায়েজিদ সড়কের হাসনীক্যান মোড়, রাস্তা ও ফুটপাতের উপর কাঠ, টায়ার ও গাড়ির গ্যারেজ ব্যবসা বসিয়ে জনসাধারণের চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

বিজ্ঞাপন