রেডিমেডের উত্থানে টেইলারিং ব্যবসায় ধ্বসডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, রাজশাহী
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

টেইলারিং শিল্প দীর্ঘদিন ধরে অনেকের জীবিকা এবং শিল্পকলার এক অপরিহার্য অংশ হিসেবে গণ্য হয়েছে। এই রংবেরঙের বাজারে, টেইলারিং দোকানগুলো বিবিধ উৎসবের পোশাক থেকে শুরু করে প্রতিদিনের পরিধেয় পর্যন্ত সব কিছুর জন্য গ্রাহকদের এক অদ্বিতীয় সমাধান প্রদান করে আসছিল। তবে, সম্প্রতি বদলে যাওয়া ফ্যাশনের চাহিদা এবং প্রযুক্তির উন্নতির ফলে টেইলারিং পোশাকের চাহিদা ক্রমশ কমে আসছে। এই পরিবর্তন শুধু ফ্যাশন শিল্পের গতিপথ পরিবর্তন করছে না, বরং অনেক টেইলারদের জীবিকা এবং তাদের শিল্পের ভবিষ্যতের উপরও গভীর প্রভাব ফেলছে।

রেডিমেড পোশাকের বাজারের উত্থানের ফলে বাংলাদেশের ট্র্যাডিশনাল টেইলারিং শিল্প গভীর সংকটে মুখোমুখি হয়েছে। এই পরিবর্তনের কারণে অনেক ছোট ও মাঝারি সাইজের টেইলারিং ব্যবসায়ীরা তাদের পেশা ও উপার্জনের পথ হারিয়ে ফেলছেন।

প্রতিবছর ঈদুল ফিতরের আগে দম ফেলবার ফুরসত থাকে না দর্জিদের কর্মব্যস্ততায়। কিন্তু এবারের চিত্র একদম ভিন্ন। চিরচেনা সেই ব্যস্ততা এবার আর নেই দর্জিপাড়ায়। ঈদ বাজারের শেষ প্রান্তে এসেও দুঃখ ঘোচেনি রাজশাহীর টেইলার্স ব্যবসায়ীদের।

তারা বলছেন, প্রতিবছর রমজানের শুরু থেকেই ঈদুল ফিতরের নতুন কাপড় তৈরির ভিড় লেগে যেত দর্জিপাড়ায়। ঈদ যত এগিয়ে আসে দর্জিপাড়ার কারিগরদের ব্যস্ততাও ততই বাড়তে থাকে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় চাহিদা কমেছে টেইলারিং পোশাকের।

ব্যবসায়ীরা জানান, সাশ্রয়ী দামে ভালো মানের কাপড় পেয়ে যাওয়ার কারণে রেডিমেড পোশাক ক্রেতাদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। পাশাপাশি, সুতা এবং কর্মচারীদের মজুরি বাড়ার ফলে সেলাই খরচ বৃদ্ধি পেয়েছে, যা ব্যবসায়ীদের খরচ বাড়াতে বাধ্য করেছে। এর ফলে ক্রেতা সংখ্যায় প্রভাব পড়েছে। আর সর্বত্র টেইলার্স প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে প্রায় সবাই ক্রেতা হারাচ্ছে। তবে, অত্যধিক লোডশেডিং অনেককেই প্রচন্ড সমস্যায় ফেলছে।

নগরীর সাহেববাজার, গণকপাড়া, নিউ মার্কেট এবং স্টেশন মার্কেটের টেইলার্সগুলোতে পরিদর্শন করে দেখা গেছে, অর্ডারের চাপ কম থাকায় কর্মচারীদের কাজের গতি ধীর। অন্যান্য সময়ে যেখানে রাতভর সেলাই করেও কাজের চাপ সামলাতে হয়, এবার তেমন কোনো চাপ নেই। বেশির ভাগ মালিক ও কর্মচারী রাত ১০ থেকে ১২ টার মধ্যেই বাড়ি ফিরছেন। এছাড়াও, অনেকে প্রখর তাপদাহ সত্ত্বেও ক্রেতার অপেক্ষায় বসে আছেন।

নগরীর সাহেববাজার এলাকার মডার্ন টেইলার্সের দর্জি রফিকুল ইসলাম বলেন, এবার ব্যস্ততা অপেক্ষাকৃত কম। আগে সকাল পরের দিন থেকে ভোর পর্যন্ত নিরলস কাজ করা লাগতো। কিন্তু এখন, বেলা ১১টা থেকে সর্বোচ্চ রাত ১২টা পর্যন্ত কাজ করছি। টেইলার্সের প্রচুর কাজ গত দুই বছরে অনেক কমে গেছে, পূর্বের মতো নেই। সেলাইয়ের বিবিধ কাজ যা কিছু হচ্ছে তা হলেও, প্যান্ট সেলাইয়ের চাহিদা প্রচুর হ্রাস পেয়েছে। প্রায় নেই বলেই ধরা যায়।

গণকপাড়া এলাকার ড্রেসকো টেইলার্স এর মালিক হাবিবুর রহমানের সাথে কথা হয়। তিনি বলেন, আগে ১৫তম রোজা অতিক্রান্ত হলে আর নতুন অর্ডার গ্রহণ করা হতো না। অবশ্য, এবার ২৫তম রোজা পেরোনোর পরও নতুন অর্ডার গ্রহণ করা হচ্ছে। প্রত্যেক উপাদানের দাম বৃদ্ধি পেয়েছে, সুতার মূল্য ও শ্রমিকের মজুরি বাড়ায় অনেকেই রেডিমেড পোশাকের প্রতি ঝুঁকেছেন।

অন্যদিকে, কিছু অসৎ বিক্রেতা প্রতারণা করে নিম্নমানের কাপড় দিয়ে থাকেন, যার ফলে সেলাই মানহীন হচ্ছে। এই কারণে টেইলার তৈরি পোশাক থেকে অনেকের আস্থা কমে যাচ্ছে। তবে, ব্র্যান্ডেড পোশাক ক্রেতাদের কোনো উদ্বেগ রাখছে না। নানান দিক থেকে সমস্যা দেখা দেওয়ায়, টেইলারিং পোশাকে আগ্রহ হ্রাস পাচ্ছে।

নিউ মার্কেটের ডলফিন টেইলার্সের বিক্রেতা লিপন সাহা বলেন, এবারে বিক্রি প্রায় নগণ্য। দেখা যাচ্ছে, প্রতিটি দোকান প্রায় খালি। এই মুহূর্তে, কাজের গতি মধ্যমানের, না খুব বেশি না খুব কম। পূর্বের বছরগুলোর তুলনায়, অর্ডার তিন ভাগের এক ভাগে এসে ঠেকেছে। আমাদের সাধারণ লক্ষ্যের অর্ধেকেরও কম অর্ডার পাওয়া গেছে। ঈদের বাইরে আমাদের কাছে ব্যবসা প্রায় থাকে না, শুধু শীতের সময়ে কিছুটা ব্যবসা হয়। বর্তমানে, প্রতিটি জায়গায় টেইলারিং বেড়ে গেছে। এমনকি ছোট ছোট বাজারগুলোতেও এখন প্রচুর টেইলারিং দোকান ও বাজার দেখা যায়। আগে দেখা যেত, শহরের বাইরে থেকেও মানুষ আসতেন। কিন্তু এখন, প্রতিটি জায়গায় সেবা পাওয়া যাওয়ায়, তারা দূর থেকে আসছেন না।

রাজশাহীর এই সৃষ্টি টেইলার্সে কাপড় তৈরি করতে আসা বিথী জানান, সামনে ঈদ তাই নিজের ও বাচ্চার জন্য কাপড় বানাতে এসেছি। ঈদের আগে সময়মত কাপড় বানাতে না দিলে কাজের চাপের কারণে নিতে চায়না। এছাড়া রেডিমেট কাপড় চোপড় ঠিকঠাক হয়না। তাই মনের মত কাপড় বানানোর জন্য টেইলার্সে দিলাম। সময়মত কাপড় দেওয়ার জন্য কারিগররা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও দর্জি ব্যবসায়ী মঞ্জুর হোসেন বলেন, প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে, যার ফলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু কিনতে সক্ষম হচ্ছে না। যেখানে তারা পাঁচটি জিনিস কিনতে পারতো, সেখানে এখন মাত্র একটি নিচ্ছে, এবং অন্যান্য কাপড়-চোপড়ের তুলনায় টেইলারিং পণ্য মোটামুটি ভাবে বিক্রি হচ্ছে। যারা দোকানে আসেন, তারা বেশিরভাগই চাকরিজীবী, এবং প্রায়শই দুই থেকে তিনটি অর্ডার নিচ্ছেন। তবে, পূর্বের বারগুলোর তুলনায় বিক্রি এবার অনেক কম।

   

নতুন বছরে রেমিট্যান্স যোদ্ধাদের আরো আন্তরিক সেবা প্রদান করা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীস্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
নতুন বছরে রেমিট্যান্স যোদ্ধাদের আরো আন্তরিক সেবা প্রদান করা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নতুন বছরে রেমিট্যান্স যোদ্ধাদের আরো আন্তরিক সেবা প্রদান করা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

  • Font increase
  • Font Decrease

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বাংলা নববর্ষে দেশের রেমিটেন্স যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নতুন বছরে রেমিটেন্স যোদ্ধাদের আরো আন্তরিক সেবা প্রদান করা হবে।

রোববার (১৪ এপ্রিল) সিলেটে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতা-কর্মীদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান চৌধুরী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, 'বাংলার অগ্রযাত্রা অটুট সম্প্রীতি-ঐতিহ্যের আবাহনে জীর্ণ-পুরনো ভুলে, সম্ভাবনার নতুন দিনে'- সকলকে জানাই "শুভ নববর্ষ ১৪৩১"।

প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন বাংলা বছরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে- জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নতুন বাংলা বছরের মধ্যেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ ঢেলে সাজাতে সক্ষম হবো। 

;

ঈদের ছুটি শেষ, সোমবার খুলছে অফিস-আদালতনিউজ ডেস্ক, বার্তা২৪.কম
ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে আগামীকাল সোমবার (১৫ এপ্রিল) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

এর আগে গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। ঈদ উপলক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) সরকারি ছুটি ছিল। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার সপ্তাহিক ও ১৪ এপ্রিল রোববার পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষের ছুটি। ফলে ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ছুটি কাটাচ্ছেন চাকরিজীবীরা। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে সোমবার অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।

তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এদের সংখ্যা বেশি হওয়ায় অফিস আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে আরো কয়েকদিন লেগে যাবে। এছাড়া স্কুল-কলেজও আগামী সপ্তাহে খুলবে। তখন স্বাভাবিকরূপে ফিরবে রাজধানী ঢাকা।

এদিকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রথমবারের মতো টানা ৬ দিন ছুটি কাটাচ্ছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

;

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিক-সুইপারের মৃত্যুডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বাড়ির মালিক ও এক সুইপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক জনের নাম জানা গেছে। তিনি হলেন বাড়ির মালিক রিয়াদ হোসেন। অপরজন সুইপার ছিলেন। তার নাম জানা যায়নি।

স্থানীয়য়া জানান, বিকেলে রাখালিয়া এলাকায় নুরুল হক পাটোয়ারী বাড়ির পাটোয়ারী ভিলার একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন সুইপার। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে তিনি আটকা পড়েন। পরে বাড়ির মালিক রিয়াদ উদ্ধার করতে গেলে দুইজনেরই মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংক ভেঙে মৃতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

;

বৈশাখী মেলার নামে কক্সবাজার জেলা প্রশাসনের দায়সারা আয়োজন, বলছেন নারী উদ্যোক্তারাআবদু রশিদ মানিক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বাংলা নববর্ষ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজন করেছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। মাত্র ১০টি স্টল দিয়ে অব্যবস্থাপনায় ভরা দায়সারা বৈশাখী মেলা আয়োজনের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। তাই তিনদিনের মেলা শেষ না হতেই বেশিরভাগ স্টল গুটিয়ে নিয়ে গেছে উদ্যোক্তারা। বৈশাখী মেলা নাম দিলেও বৈশাখী মেলার বাংলার চিরায়ত ঐতিহ্য ছিলো না মেলায়।

রোববার (১৪ এপ্রিল) বিকেলে কক্সবাজারের পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে আয়োজিত মেলা প্রাঙ্গনে সরেজমিনে গিয়ে দেখা গেছে ১০টি স্টলের মধ্যে ৪টি স্টল দুপুরের মধ্যেই গুটিয়ে নিয়েছে। বাকি স্টলগুলোও গুটিয়ে নিচ্ছে উদ্যোক্তারা।

উদ্যোক্তারা জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, কক্সবাজার জেলা প্রশাসন বৈশাখী মেলার নামে তাদের সাথে প্রতারণা করেছে।

ফাতেমা বুটিকস নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা ফাতেমা জান্নাত বার্তা২৪.কম-কে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জাঁকজমকপূর্ণ হবে বলেছে বলে স্টল নিয়ে আমি বিপাকে পড়েছি। সকাল থেকে আমি এবং আমার স্বামীসহ ৫ জন মানুষ পরিশ্রম করেছি। ১ হাজার টাকার মাত্র বিক্রি হয়েছে। কিন্তু খাবার, গাড়িভাড়া খরচ হয়েছে ১ হাজার টাকারও বেশি। কক্সবাজার জেলা প্রশাসন আয়োজন করেছে বলে বিশ্বাস নিয়ে মেলায় এসেছি। আমাদের সাথে একপ্রকার প্রতারণা করা হল।

ফাতেমা জান্নাতের মতো অন্যান্য নারী উদ্যোক্তাদেরও একই অবস্থা। সবাই ক্ষোভ প্রকাশ করেছেন জেলা প্রশাসনের উপর।

সালসাস কালেকশন এন্ড ফুডস এর নারী উদ্যোক্তা শামিমা আক্তার মিনা বলেন, কোনরকম দায়সারা আয়োজন করে আমাদের হয়রানি করা হলো। এত কষ্ট করে সকল জিনিসপত্র নিয়ে মেলায় আসলাম কিন্তু প্রথমদিনের যে অবস্থা কাল থেকে আর মেলায় আসতে পারব না। রাত ৮টা পর্যন্ত স্টল খোলা রাখার কথা থাকলেও কোন লাইটের ব্যবস্থা করা হয়নি। এছাড়া সাংস্কৃতিক আয়োজন আজকেই শেষ করে দিয়েছে। মঞ্চও গুটিয়ে নিয়েছে। তাহলে মেলা কিভাবে চলবে বলেন!

হোমাইরাস রেসিপির আরেক নারী উদ্যোক্তা সুরা খাতুন বলেন, ৩ দিনের জন্য খাবার তৈরি করে মেলায় এসেছি। এখন প্রথম দিনেই মেলা শেষ। সব খাবার নষ্ট হয়ে যাবে। পিঠাপুলি থেকে শুরু করে নানান খাবার এনেছিলাম। সাংস্কৃতিক আয়োজন থাকলে হয়তো মেলা ভালোমতো চলতো।

নববর্ষ উদযাপন এবং মেলা কমিটির সদস্য কক্সবাজার জেলা খেলঘর আসরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বার্তা২৪.কম-কে বলেন, আয়োজনটা কিছুটা দায়সারা মনে হয়েছে। মেলাটা যদিও একদিনের তবে নারী উদ্যোক্তারা ৩ দিন না হলে মেলায় অংশগ্রহণ করে না বলেই ৩ দিনের করা হয়েছে কিন্তু আমরা চেয়েছিলাম ৩ দিনই সাংস্কৃতিক আয়োজন করতে ভাগ করে করে আলাদা সংগঠনের মাধ্যমে। কিন্তু জেলা প্রশাসনের হয়তো নানা সংকটের কারণে এটা করা হয়নি।

বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ বার্তা২৪.কম-কে বলেন, কক্সবাজার জেলা প্রশাসন শুধু স্টল করে দিয়েছে কিন্তু বিসিক তাদের নিয়ে এসেছে। আর মেলা তো রাতের আগেই শেষ হয়ে যাবে সরকারি নির্দেশনা অনুযায়ী।

;