পাওনা ১৫০ টাকার জেরে সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রংপুর নগরীর হারাগাছ এলাকায় পাওনা টাকার জেরে সোলায়মান মিয়া (৬০) নামে এক সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (০১ এপ্রিল) সকাল ১০টার দিকে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকার বকুলতলা নামকস্থানে এঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সবজি বিক্রেতা সোলায়মান ওই এলাকার বাসিন্দা।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, সোলায়মান মিয়া (৬০) সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কিছু দিন আগে একই এলাকার শহিদুল ইসলামের (৩৮) নামে এক ব্যক্তির কাছ থেকে ১৫০ টাকা ধার নেন সোলায়মান।

সোমবার সকাল ১০ টার দিকে সোলায়মান মিয়া সবজি কেনার জন্য বাড়ি থেকে বের হলে পথে শহিদুল তাকে আটকে পাওনা টাকা দাবি করেন। এই নিয়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরে শহিদুল বাড়ির পাশে মাছ ধরতে গেলে সেখানে সোলায়মানের সঙ্গে আবারও দেখা হয়। এসময় শহিদুল মিয়া সুযোগ বুঝে সোলায়মানের বুকে এবং দেহের বিভিন্ন স্থানে কিলঘুষি মারতে থাকেন। এতে ঘটনাস্থলেই সোলায়মান মিয়ার মৃত্যু হয়।

হারাগাছ থানার ওসি হারেসুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পাওনা টাকার বিবাদে শহিদুলের আঘাতে সোলায়মান মিয়া মারা গেছে। হত্যাকারীকে খোঁজা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।