ময়মনসিংহে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

ময়মনসিংহে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ মামলার আসামি জাহাঙ্গীর ওরফে সম্রাটসহ ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে।

বুধবার (০৩ এপ্রিল) দুপুরে ত্রিশাল থানার ওসি কামাল হোসেন থানা চত্বরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ সব তথ্য জানান।

বিজ্ঞাপন

ওসি কামাল হোসেন জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাহাদুরপুর সাকিনস্থ বন্যার ব্রিজের একশত গজ পূর্ব পাশে ফাঁকা জায়গায় একদল ডাকাত একটি মিনি ট্রাক গাড়ীসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে এস.আই করিম সঙ্গীয় ফৌর্স নিয়ে তাদের ধাওয়া করলে আউলিয়া রেলক্রসিং এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো-জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পঁচিশ মামলার আসামি জাহাঙ্গীর ওরফে সম্রাট (২৬), দেওয়ানগঞ্জ উপজেলার জীবন (২৮), শেরপুর জেলার সদর থানার সাইফুল ইসলাম (৩২), শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার হাবিবুল্লাহ ওরফে পাখী (৩৭), শেরপুর সদর থানার শহিদুল ইসলাম (৩২), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহ আলম (৩১), ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয় উপজেলার  শরীফ হাসান (২১)।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাকা, ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় ৩/৪ জন আসামি দৌড়ে পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজুসহ সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।