চট্টগ্রাম বিমানবন্দরের অবৈধ যাত্রীছাউনি গুঁড়িয়ে দিল চসিক

  • স্টাফ করেসপডন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম নগরের ব্যস্ততম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে অবৈধভাবে নির্মিত স্টিল স্ট্রাকচারের যাত্রী ছাউনি ও দোকান গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করে দেন।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে চসিকের যাত্রীছাউনির আদলে একটি মহল ওই স্থাপনা তৈরি করে তার মধ্যে দোকান ভাড়া দিয়েছিল।

অভিযানে চসিক সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন। এছাড়াও জনস্বার্থে ফুটপাত ও সড়ক দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।

বিজ্ঞাপন