বগুড়ায় ৩ উপজেলায় জামানত হারালেন ১৬ জন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ার তিন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ৩২ জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৬ জন। নির্ধারিত সংখ্যক ভোট না পাওয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।

এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৬ জন এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারমস্যান পদে ৫ জন করে ১০ জন প্রার্থী তাদের জামানতের টাকা ফেরত পাবেন না।

বিজ্ঞাপন

গত বুধবার (৮ মে)প্রথম ধাপে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে সারিয়াকান্দিতে একমাত্র বিজয়ী চেয়ারম্যানপ্রার্থী ছাড়া প্রতিদ্বন্দ্বি অন্য ৪ প্রার্থীই তাদের জামানত হারাচ্ছেন। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান আলী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ। এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই তাদের জামানত ফেরৎ পেলেও ভাইস চেয়ারম্যান পদের ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনই জামানত হারাচ্ছেন। তারা হলেন- আয়েন উদ্দিন, তোফাজ্জল হোসেন, রাকিবুল হাসান, সাইফুজ্জামান ও সাখাওয়াত হোসেন ছকো।

সোনাতলা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারমান পদে সব প্রার্থী তাদের জামানত ফেরৎ পেলেও মহিলা ভাইস চেয়ারম্যান পদের কুহেলী চক্রবর্তী ও জান্নাতুল ফেরদৌসী তাদের জামানত হারাচ্ছেন।

বিজ্ঞাপন

গাবতলী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কেউ জামানত না হারালেও চেয়ারম্যান পদে দু’জন যথাক্রমে আতাউর রহমান ও সাহানুর ইসলাম শাকিল তাদের জামানতের টাকা ফেরৎ পাবেন না। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আকতার, ফেরদৗসী বেগম ও রোকসানা আকতার তাদের জামানত হারাচ্ছেন।

বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও ওই তিন উপজেলার রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান জানান, বিগত সময়ে প্রার্থীদের প্রদত্ত ভোটের শতকরা ৮ ভাগ ভোট পেলেই জামানতের টাকা ফেরৎ দেওয়া হতো; এবার সেটি সংশোধন করে শতকরা ১৫ ভাগ করা হয়েছে। মোট প্রদত্ত ভোটের শতকরা ১৫ ভাগ ভোট না পেলে সেসব প্রার্থী তাদের জামানতের টাকা ফেরৎ পাবেন না। এই তালিকাতে ওই তিন উপজেলার ১৬ জনের নাম রয়েছে।