আগামী সপ্তাহের শেষে আসতে পারে তাপপ্রবাহ

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কয়েক বছরের ব্যবধানে দেশের আবহাওয়ায় বিরাজ করছে মরুভূমির তাপে। চলতি বছরের এপ্রিলের শেষআর্ধে ভয়াবহ তীব্রতাপদাহে অতীষ্ঠ হয়েছে সারাদেশের মানুষ। এসময় দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা চুয়াডাঙ্গা জেলায়। এর আগে ১৯৭২ সালে রাজশাহীতে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।পরবর্তীতে মে মাসের প্রথম সপ্তাহে সারাদেশে ঝড়-বৃষ্টিতে স্বস্তি মিললেও আগামী সপ্তাহের শেষেআর্ধে তীব্রতাপ প্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চলতি মাসের আবহাওয়া নিয়ে আবহাওয়াবিদ কে এইচ হাফিজুর রহমান বার্তা২৪.কমকে বলেন, আবহাওয়া অধিদপ্তর সাধারণত ৭২ ঘন্টার শক্তিশালী একটি পর্যবেক্ষণ দিয়ে থাকে। সেই হিসেবে আগামী তিনদিন অতিতীব্রতাপদাহ থাকবেনা। সারাদেশে আগামী সপ্তাহে মাঝারি বৃষ্টি পাতের সাথে সপ্তাহের শেষেআর্ধে তাপপ্রবাহ বিরাজ করবে দেশে। এই তাপপ্রবাহ তীব্রতাপদাহে পরিণত হতে পারে তবে অতিতীব্রতাপদাহে পরিণত হবেনা জানান তিনি।

বিজ্ঞাপন

এই আবহাওয়াবিদ বলেন, আগামী সপ্তাহের মত মে মাস জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে মে মাস জুড়ে অতিতীব্রতাপদাহের আশংকা নেই। গ্রীষ্মকালীন যে গরম সেটা তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে। সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ওঠেনা। তাই চলতি মাসে অতিতীব্রতাপদাহের কোন সম্ভনা নেই। তবে জুন ও জুলাই মাসে অতিতীব্রতাপদাহের সম্ভবনা রয়েছে জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়া নিয়ে কে এইচ হাফিজুর রহমান আরও বলেন, আজ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সেই সাথে আগামীকাল শুক্রবার (১০ মে) একই বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপপ্রবাহের বিরাজ করতে পারে।

বিজ্ঞাপন