‘সরকার ও নাগরিকের মধ্যে পার্টনারশিপ হলে সমস্যা দূর হবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সরকার ও নাগরিকের মধ্যে পার্টনারশিপ হলে সমস্যা দূর হবে

সরকার ও নাগরিকের মধ্যে পার্টনারশিপ হলে সমস্যা দূর হবে

সরকার ও নাগরিকের মধ্যে পার্টনারশিপ তৈরি হলে নগরের সমস্যাগুলো অনেক সহজেই দূর হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বুধবার (১৫ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর ভবনের সম্মুখে সপ্তাহব্যাপী চলমান বর্জ্য প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ আলী আরাফাত বলেন, আপনারা জানেন যে অল্প বৃষ্টি হলেই অনেক সময় বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। আমার এলাকার আশেপাশে এ ধরনের অভিযোগ আমরা পাই এবং ভিডিও করেও আমাদের কাছে পাঠিয়ে দেয়। আমরা ওই এলাকাগুলোতে গিয়ে দেখেছি ড্রেনেজ লাইনের মধ্যে বিভিন্ন ধরনের বোতল, চিপসের প্যাকেট পড়ে থাকে। পানির মধ্যে বড় বড় জিনিসপত্র জাজিম, সোফা, ফ্রিজ ফেলে রাখা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, মূলত বিষয়টা হচ্ছে সরকার তার কাজ করবে। কিন্তু নাগরিকের দায়িত্বের জায়গা থেকে নাগরিকের অধিকার যেমন সংরক্ষণের বিষয় আছে, তেমনি দায়িত্ব পালনেরও বিষয় থাকে। নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে নিজ দায়িত্বটুকু পালন করলে সরকার ও নাগরিকের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি হয়। তখনই সমস্যাগুলো অনেক সহজেই দূর হয়। কিন্তু সিটি করপোরেশন সারাক্ষণই যদি পরিষ্কার করতে থাকে, অন্যদিকে একই সঙ্গে আপনারা নোংরা করতে থাকেন, তাহলে সিস্টেমিক নিয়মের মধ্যে না থাকলে তো এই সমস্যা কোনোদিনও সমাধান হবে না।

বিজ্ঞাপন

এসময় তিনি ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এই বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য একটি চমৎকার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের জন্য আমি মেয়র আতিককে ধন্যবাদ জানাতে চাই।