জামালপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জামালপুরের ইসলামপুর উপজেলায় খুশি বেগম নামের এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। তাদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়েশিশু।

বুধবার ( ১৫ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে এই চার নবজাতকের জন্ম হয়।

বিজ্ঞাপন

গৃহবধূ খুশি বেগম উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার হতদরিদ্র শফিকুল ইসলামের স্ত্রী।

শিশুদের মা ও চার নবজাতক সুস্থ আছে। তবে শিশুদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এ এ এম আবু তাহের।

চার সন্তান পেয়ে খুশি দিনমজুর শফিকুল ইসলাম। তিনি বলেন, আমার ঘরে এক সঙ্গে চার শিশু আসবে কখনো স্বপ্নেও ভাবিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এ এ এম আবু তাহের জানান, নরমাল ডেলিভারির মাধ্যমে নবজাতক প্রসব করেছেন এক গৃহবধূ। শিশুদের ওজন কম হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।