সিলেটে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটে মাঠে অনুশীলনের সময় বজ্রপাতে সবুজ মিয়া (২২) নামে এক ফুটবল খেলোয়াড় নিহত হয়েছেন।

বুধবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টার সময় জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। নিহত ফুটবলার সবুজ উপজেলার জৈন্তাপুর ইউনিয়নে কেন্দ্রী গ্রামের ছগির মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টার সময় জৈন্তাপুরের গোয়াবাড়ি ফুটবল মাঠে অনুশীলনের সময় হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে যায় এবং বজ্রপাতে গুরুতর আহত হন সবুজ। পরে স্থানীয়রা দ্রুত সবুজ মিয়াকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তখন কোনো বৃষ্টিপাত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন- জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম)।

বিজ্ঞাপন

তিনি জানান, বজ্রপাতে খেলোয়াড় মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে নিহতের সুরতহাল প্রস্তুত করেছ।

এদিকে, সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ২৪ ঘণ্টার যে পূর্বাভাস দেয়া হয়েছিল সেখানে সিলেটে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেয়া হয়েছিল।

তিনি বলেন, একেবারে পরিষ্কার আকাশে বজ্রপাত হওয়ার কথা না। নিশ্চয় আকাশে মেঘ বা কিছু ছিল। মে মাসে বেশি বজ্রপাত হয়ে থাকে এবং মানুষের প্রাণহানি ঘটে। তাই এসময় সতর্কতার সঙ্গে চলাফেরা করা উচিত।