বেনাপোলে পলাতক ১৭ আসামি গ্রেফতার
যশোরের বেনাপোল পোর্টথানার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ১৭ জনকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ সদস্যরা।
রোববার (২৬ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুই আসামির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ও ২৪ পুরিয়া হেরোইন পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্টথানার ধান্যখোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে আব্দুল সালাম (৪৭), খলিলুর রহমানের ছেলে কালু মিয়া (৩৫), আলম হোসেনের ছেলে রাজু আহম্মেদ (৩২), সুরুজ মিয়া (৫০), মৃত নুরোর ছেলে মনির, নুরইসলামের ছেলে মোহাম্মদ সালাম (৪৭), আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসনে দেলো (৩৫), জাহাঙ্গীর মোড়লের ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন (২১), মৃত পুটে মালিখার ছেলে মোহাম্মদ গোলাম রহমান খোকন (৪৫), মৃত রফি মোড়লের ছেলে মোহাম্মদ সুবাহান (৪০), মৃত জিলহাসের ছেলে আলমগীর হোসেন (২৮), মৃত আনোয়ার হোসেনর ছেলে রেজওয়ান হোসেন (২১), শুকুর আলীর ছেলে মহিউদ্দিন হোসেন ময়না (২০), জামাল হোসেনের ছেলে রকি, মৃত মোতালেবর ছেলে তাইজুল ইসলাম (২৫), আনারুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪) ও নুর ইসলামের ছেলে সালাম (৪৬)।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের মধ্যে ১৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।