ছোট যমুনার বড় মাছ হারাল কোথায়?

  • শহিদুল ইসলাম,ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

এক সময় ছোট যমুনা নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। ছোট ছেলেমেয়েরা প্রতিদিন গোসলের ফাঁকে নদীতে নেমে মাছ ধরতো। বড়রা সপ্তাহের অন্তত শুক্রবার নদীতে এসে মাছ ধরতো। কেউ কেউ এসে বড় বড় বোয়াল মাছ ধরে বাড়িতে নিয়ে যেত বড়শি দিয়ে। গ্রামীণ জনজীবনে সাথে মিশে আছে নদীর সুখ দুঃখমালা কিন্তু নেই আগের মতো মাছ, কোথায় হারিয়ে গেল ছোট যমুনার বড় মাছগুলো, প্রশ্ন সাধারণ মানুষের!

সরেজমিনে বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার নদীর পাড়ে গিয়ে দেখা যায় খরা জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। সারাদিনে ৫০০ গ্রাম মাছ ধরেছেন তিনি। মাছগুলোর মধ্যে রয়েছে ছোট মলা মাছ, চিংড়ি, পুঁটি ইত্যাদি।

বিজ্ঞাপন

জেলে উকিল মিয়া বলেন, ভোর থেকে শুরু হয় আমার মাছধরা বলতে গেলে সারাদিন ধরেই মাছ ধরি। আগের মতো আর মাছ পাই না। নদীতে মাছ কমে গেছে। সারাদিনে ১ কেজির মতো মাছ পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। সংসারে অনেক দেনা এতো টাকা কীভাবে শোধ করবো, আর খাবো কী এ চিন্তায় ঘুম আসে না। এভাবে চলতে থাকলে ঘরের চাল (টিন) বিক্রি করে খেতে হবে।

জেলেপুত্র ইখলাস বলেন, আমি মাছ ধরার কাজে বাবাকে সাহায্য করি, কিন্তু এতো কম মাছ পাওয়া যায় বলে আমরা খুব হতাম। আমি ছোটবেলায় দেখতাম বাবা ভালো পরিমাণে মাছ ধরতো, সেটা আর এখন মিলছে না।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা নূর বলেন, এক সময় এই ছোট যমুনায় প্রচুর পরিমাণে বড় বড় মাছ ধরতাম আমরা। মাছ এতো পরিমাণে পেতাম যে আমার মা বিরক্ত হয়ে যেত মাছ কাটাকাটি করতে, কিন্তু এখন আর সে মাছ চোখে পড়ে না। কোথায় যে হারিয়ে গেলো সেই মাছগুলো, ভাবতেই অবাক লাগে।

বক্তারপুর গ্রামের যুবক বক্কর বলেন, ছোট যমুনার মাছগুলো হারিয়ে যাচ্ছে দিন দিন। এটা সত্যিই কষ্টের একটি ব্যাপার। আগে মাছের দেখা মিললেও বর্তমানে মিলছে না। দ্রুত পদক্ষেপ নিলে ভালো হবে।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ডা. বায়েজিদ বার্তা২৪.কমকে বলেন, মাছ নদী থেকে কমে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে; যেমন তীব্র খরাতে নদীর পানি শুকিয়ে গেলে বিভিন্ন স্থানে একেবারেই পানি থাকে না, আর যে স্থানগুলোতে থাকে সেখান থেকে পানি সেচ দিয়ে তুলে ফেলা হয়। আবার বিভিন্ন কল কারখানার বিষাক্ত বর্জ্য নদীর পানিতে ফেলার কারণে মাছ মারা যাচ্ছে।

তিনি আরও বলেন, চায়না দুয়ারি জালগুলো নদীতে ফেলে অসাধুরা মাছ শিকার করছে, যা আইনগতভাবে নিষেধ। ছোট মাছগুলো সে জালে আটকা পড়ার কারণে তারা আর বিস্তার লাভ করতে পারে না। ফলে অনেক প্রজাতির মাছ দিন দিন হারিয়ে যাচ্ছে।