ময়মনসিংহে ১৫০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মিনিট্রাক বোঝাই ১৫০ বস্তা ভারতীয় চিনিসহ মিঠুনূর রহমান পাপ্পু (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মো.ফারুক হোসেন স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মিঠুনূর রহমান পাপ্পু নেত্রকোণা জেলার মদন থানার কাপাসাটিয়া এলাকার মিজানুর রহমানের ছেলে।

এর আগে গতকাল ১২ জুন ঈশ্বরগঞ্জ থানার আঠারোবাড়ী বাজার থেকে ভারতীয় চিনি বোঝাই মিনিট্রাকটি জব্দ করে ও মিঠুনূর রহমান পাপ্পুকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মো.ফারুক হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আঠারোবাড়ী বাজার থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা ১৫০ বস্তা ভারতীয় চিনি বোঝাই একটি মিনিট্রাক জব্দ করা হয়। এ সময় চালক মিঠুনূর রহমান পাপ্পুকে আটক করা হয়।

ডিবির ইনচার্জ (ওসি) মো.ফারুক হোসেন আরও বলেন, এ ঘটনা ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।ভারতীয় চিনি অবৈধভাবে নিয়ে আসার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।