ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, আক্রান্ত ৫১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন আরও ৫১ জন।

সোমবার (০১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন আরও ৫১ জন। আক্রান্তদের মধ্যে বরিশালে বিভাগে তিন জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা বিভাগে ২৫ জন (এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছয় জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১ জন)। খুলনা বিভাগে দুই জন, ময়মনসিংহ বিভাগে এক জন, রাজশাহী বিভাগে এক জন, রংপুর বিভাগে দুই জন রয়েছেন।

চলতি বছরের ০১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ৭০২ জন। এর মধ্যে দুই হাজার ২৪৬ জন পুরুষ এবং এক হাজার ৪৫৬ জন নারী রয়েছেন।

বিজ্ঞাপন

দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৫৩ ডেঙ্গুরোগী। চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ৪৩৯ জন।

২০২৩ সালের ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।