আন্তর্জাতিক সমবায় দিবস উদ্বোধন করলেন সমবায় প্রতিমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

আন্তর্জাতিক ১০২তম সমবায় দিবস উদ্বোধন করেছেন স্থানী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ।

শনিবার (৬ জুলাই) সকালে সমবায় ভবনে উপস্থিত হয়ে তিনি দিবসটি উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এসময় প্রতিমন্ত্রী প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ও পায়রা ও বেলুন অবমুক্ত করেন।

আন্তর্জাতিক সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য ‘কো-অপারেটিভ বিল্ড অ্যা বেটার ফিউচার ফর অল’ বা সমবায় সবার জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তোলে।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সমবায় অধিদপ্তর।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যালায়েন্সে (আইসিএ) সিদ্ধান্ত অনুযায়ী ১৯২৩ সাল থেকে জুলাইয়ের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।