গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

রোববার (৭ জুলাই ) সকাল সোয়া ১০টার টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনাটি ঘটে ।

বিজ্ঞাপন

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার সেলিম আল হারুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম আল হারুন বলেন, 'ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে বাগুয়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে তিস্তা এক্সপ্রেস পুশব্যক করে স্টেশনে নিয়ে আসে। বর্তমানে তিস্তা এক্সপ্রেস গফরগাঁও স্টেশনের এক নম্বর লাইনে দাড় করিয়ে দুই নম্বর লাইন দিয়ে ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল সচল করা হয়।'

তিনি আরও বলেন, 'ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন রওনা দিয়েছে। রিলিফ ইঞ্জিন এসে তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি নিয়ে ময়মনসিংহের দিকে রওনা হবে।'