সাতক্ষীরায় কোটি টাকার সোনার বারসহ আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরায় কোটি টাকার সোনার বারসহ আটক ১

সাতক্ষীরায় কোটি টাকার সোনার বারসহ আটক ১

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি সোনার বারসহ মো. মাসুদ রানা (২৬) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক মাসুদ রানা লক্ষীদাড়ি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, ভারতে সোনা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় অবস্থায় নেয়। সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা মাসুদ রানাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে বড় একটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৭১৩ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করে সোনার বারটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমার দেওয়া হচ্ছে।