ইঞ্জিন বিকলের দুই ঘণ্টা পর ছেড়ে গেল তিস্তা এক্সপ্রেস

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের দুই ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

রোববার (৭ জুলাই) বেলা ১২টার দিকে গফরগাঁও স্টেশন থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। 

বিজ্ঞাপন

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার সেলিম আল হারুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে বাগুয়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে তিস্তা এক্সপ্রেস ট্রেনকে পুশব্যাক করে গফরগাঁও স্টেশনে নিয়ে আসে। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে প্রায় দুই ঘণ্টা পর ট্রেনটিকে নিয়ে যায়। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।