নওগাঁয় ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নওগাঁর পত্নীতলার কেসবপুর জালাপাড়া গ্রামে ঋণের বোঝা সইতে না পেরে মো. খালেক হোসেন (৫৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

সোমবার ( ৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহত খালেক হোসেন ঐ গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সেলিম রেজা।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত খালেক বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছিল, পাশাপাশি গরুর ব্যবসা করতেন। তাই অনেক লোকজন তার কাছ থেকে টাকা পেতেন। ঋণের বোঝা সইতে না পেরে গলায় দড়ি দিয়ে ফাঁস নেন। তার বড় একটা সন্তান আছে, বাবাও বেঁচে আছেন। কিছুদিন আগে জমি বিক্রি করে ৫ লাখ টাকা ঋণের টাকা শোধ করেছিলন। পাওনাদারের ভয়ে তিনি বাড়িতে থাকতেন না, আজ বাড়ির পাশে আমড়া গাছে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে পরিবারের কোনো দাবি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।