নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে আরও একজনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে আরও একজনের মৃত্যু/বার্তা২৪.কম

ছবি: নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে আরও একজনের মৃত্যু/বার্তা২৪.কম

নরসিংদীতে আরও একজনের ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে পৃথক দুটি ঘটনায় ট্রেনেকাটা পড়ে ৬ জন নিহত হয়েছে। ভোর সাড়ে ৫টা থেকে ৬টার দিকে এই ঘটনা ঘটে বলে ধারনা করছে পুলিশ।

তবে তাদের মৃত্যু ট্রেনেকাটাপড়েই বলে নিশ্চিত করেছে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় সকাল থেকে বিচ্ছিন্নভাবে পড়ে ছিল ৫টি মরদেহ। ধারণা করা হচ্ছে সকালে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইলের নিচে কাটা পড়ে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরহতাল শুরু করে৷ এদিকে দুপুর ১২টার দিকে একই উপজেলার শ্রীরামপুর রেলগেইটে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে আরো এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের সকলেই পুরুষ। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এবিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ট্রেনে কাটাপড়েই পাঁচ যুবকের মৃত্যু হয়েচে বলে জানিয়েছেন রেলওয়ে ঢাকা জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন। পরিদর্শন শেষে এমন তথ্য জানান তিনি।

সবগুলো মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।