বাংলা ব্লকেড: শাহবাগে সতর্ক অবস্থানে পুলিশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শাহবাগ চত্বরের চারপাশে পুলিশ অবস্থান নিয়েছে, ছবি: বার্তা২৪.কম

শাহবাগ চত্বরের চারপাশে পুলিশ অবস্থান নিয়েছে, ছবি: বার্তা২৪.কম

কোটা পদ্ধতি সংস্কার দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচি ঘিরে শাহবাগ এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। শাহবাগ চত্বরের চারপাশে পুলিশ অবস্থান নিয়েছে।

সোমবার (৮ জুলাই) বিকেল ৪টায় শাহবাগ এলাকায় শিক্ষার্থীদের অবস্থান ঘিরে পুলিশের ব্যাপক উপস্থিত দেখা যায়।

বিজ্ঞাপন

পুলিশের রমনা বিভাগের কর্মকর্তা নাম প্রকাশে অনইচ্ছুক তিনি বার্তা২৪.কমকে বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের তরফ থেকে কোনো বাধা দেওয়া হবেনা। তারা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এরা আগে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ‌বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা।

পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজারো শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয়। তাদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সায়েন্সল্যাব, মিরপুর সড়ক, মতিঝিলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এতে করে যাতা অফিস শেষ করে নগরবাসী যখন বাসায় ফিরবে তখন ব্যাপক জনদুর্ভোগ দেখা দেয়।

এর আগে রোববার সন্ধ্যায় রাস্তা থেকে সরে যাওয়ার আগে বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা।